ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলায় নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার ১২ অক্টোবর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি আইন মন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি—জামায়াত ২৬ বছর সরকার ক্ষমতায় ছিলো তারা বাংলাদেশকে পিছন দিকে নেওয়া ছাড়াতো সামনের দিকে নেয়নি, কিছু উন্নয়নতো ওরা করতে পারতো সেটা করেনি।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জনগণকে ভালোবাসেন। আর বিএনপি ও জাতীয় পার্টি তারা হচ্ছে বাংলাদেশকে লুটপাট করতে ভালোবাসে। এদের সাথে আওয়ামী লীগের বিরাট ফারাক। তাই আমি আপনাদের কাছে শুধু বলি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আইনের শাসনকে ধরে রাখতে হবে। আইনের শাসনকে ধরে রাখার জন্য এটা পালন করবেন এটাই আপনাদের কাছে আমার আহবান।
নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি, সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার এমপি, বাংলাদেশের ৬৪ টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প (১ম পর্যায়) প্রধান সমন্বয়ক (যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা, মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, মাগুরা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, খুলনা গণপূর্ত জোন খুলনা অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম শাহজালাল মজুমদার, মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইডের সিনিয়র জজ মো. ফরিদুজ্জামান, মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সারোয়ার হোসেন, অ্যাডভোকেট মো. শফিকুজ্জামান বাচ্চু, নোটারী পাবলিক কার্যালয় ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকোট সাজিদুর রহমান সংগ্রাম, মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. ওহিদুর রহমান টিপু, মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, সিনিয়র অ্যাডভোকেট আবু শামস, মাগুরা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. মইনুল ইসলাম পলাশ, মাগুরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভকোট এবিএম তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. জহুরি—ই—আলম, মেয়র মাগুরা পৌরসভা মো. খুরশীদ হায়দার টুটুল, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, জেলার নূর মোহাম্মদ মৃধা, মাগুরা জেলা আওয়ামী লীগের সদস্য ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ইসমত আরা হ্যাপি, মহম্মদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, মঘী ইউনিয়নের চেয়ারম্যান হাসনা হেনা, মঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল বিশ্বাস ও সাধারণ সম্পাদক পিল্টন মাহমুদ, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক রাজা প্রমুখ।
অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আনিসুল হক এমপি মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ১০ লাখ টাকা, ১ টি আইনের লাইব্রেরি এবং লাইব্রেরির প্রয়োজনীয় দেওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেন।
এছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।