মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নওদাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বালিকা বিভাগে ভোলাডাঙ্গা ও গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।এতে ১ গোলে গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
পরে বালক বিভাগে নস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, থানার অফিসার ইনর্চাজ সেলিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আলী, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফন হাসান চৌধুরী নুথান, বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাবুব আজম ইকবাল ঝড়–, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাহীন প্রমুখ।