মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে ও নৌকা প্রতীকে ভোট চেয়ে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঝিনাইদহ—৩ আসনে সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল।
গতকাল রোববার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি পৌর এলাকার নওদাগ্রাম, বৈঁচিতলা, বেগমপুর বাজারে ও গ্রামে গ্রামে আওয়ামী লীগ সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু, আব্দুস সালাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক মুকুল গাজি, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।