মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ফিলিস্তিনের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের উপর ইসরাইল বাহিনীর বর্বর ও নির্মম হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে শনিবার ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাদআছর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কওমি মাদরাসা ও ওলামা পরিষদের উদ্যোগে মুসুল্লিরা একটি মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কলেজ বাসস্ট্যান্ডে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
<< আরও পড়তে পারেন >> গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন
মহেশপুর কওমি মাদরাসা ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হুমায়ন কবির, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আলীম,ওলামা পরিদের যুগ্ম সম্পাদক মাওলানা শেখ আসাদ প্রমুখ।