নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে গতকাল যশোরসহ বিভিন্ন স্থানে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। নারী পুরম্নষ ঐক্য করি স্মার্ট বাংলাদেশ চলো গড়ি শেস্নাগানে কর্মসূচির মধ্যে ছিলো, বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনাসভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে সোমবার সকাল থেকেই নানা কর্মসূচি হাতে নেয় যশোর জেলা মহিলা আওয়ামী লীগ। সভাপতি লাইজু জামান ও সাধারণ সম্পাদক জোৎ¯্না আরা মিলি’র নেতৃত্বে নেতাকর্মীরা শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান। পরে দুপুরে দলীয় কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠিত হয়।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন টার্মিনাল থেকে আনন্দ র্যালি বের হয়ে বঙ্গবন্ধু চত্ত্বর ঘুরে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পুরাতন টার্মিনালস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা। জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রমা রাণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রওশন আরা কবির লিলি, গুলশান আরা বুলু, যুগ্ম সম্পাদক নাসরিন সুলতানা রোজি, নড়াইল পৌরসভার কাউন্সিলর ইপিরাণী বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে কেক কাটেন।
ফুলতলা (খুলনা) প্রতিনিধি জানান, ফুলতলায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে উপজেলা শাখার উদ্যোগে সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প¯ত্মবক অর্পণ ও দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মো. আসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রিপন, এস রবীন বসু, শেখ রওশন আলী, ইউপি সদস্য সাহিদা ইসলাম নয়ন, বেগম শামছুন্নাহার, শাপলা সুলতানা লিলি, রেক্সনা আজম, সোনিয়া খাতুন, মিসেস কেয়া, কনা বেগম প্রমুখ।