সমাজের কথা ডেস্ক : ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যšত্ম সময়ে মদিনায় অবস্থিত মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন ৮ কোটি ১০ লাখেরও বেশি মুসলিস্ন। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদে নববি ও কাবা শরিফ তত্ত্বাবাধানে থাকা সৌদি সরকারের দপ্তর জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স অব টু হোলি মস্কসের প্রধান নির্বাহী আবদুল রহমান আল সুদাইস। সৌদির সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিও (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য কাবা শরিফের পর দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববি। মহানবী (সা.)-আরবি ৬২২ হিজরি সালে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এরপর তার নেতৃতে প্রথম যে মসজিদটি তৈরি করা হয়েছিল, সেটিই হলো এই মসজিদে নববি।
হজের মৌসুম ব্যতীত বছরের পুরো সময়ই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া-আসা করেন বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম ধর্মাবলম্বীরা। তবে করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিদেশীদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল সে দেশের সরকার। এ বছর সৌদি সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গত ৫ মাসে ৮ কোটি ১০ লাখেরও বেশি মুসলিস্ন মসজিদে নববিতে নামাজ পড়েছেন বলে জানিয়েছেন আবদুল রহমান সুদাইস।
#