একের পর এক অবিশ্বাস্য সব ইতিহাসের জন্ম দিয়ে সেসিতে উঠে আসা মরক্কো শেষ পর্যন্ত থামলো। সেমিফাইনালে আর নতুন কোনো বিস্ময় উপহার দিতে পারলো না তারা। বরং আরেকটি দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে ফাইনালে পৌছে গেল দিদিয়ে দেশমের দল ফ্রান্স।
গতরাতে কাতারের আল বাইত স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে দুই অর্ধের দুই গোল করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌছে গেছে শিরোপাধারীরা। শুরুতেই থিও এরনঁদেজের দারুণ গোলে তারা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রন্দাল কোলো মুয়ানি। শেষ পর্যন্ত ব্যবধান ২-০ থেকে যায়।
২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে ফ্রান্স টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠল । সেখানে তাদের প্রতিপক্ষ বিশ্ব মঞ্চে ৩৬ বছরের শিরোপা খরা কাটানার স্বপ্নে বিভোর মেসির আর্জেন্টিনা।