মাগুরা প্রতিনিধি : ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ক্লিন সংক্ষেপে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা মাগুরায় পলিথিন বর্জ্য অপসারণ করে ময়লার ভাগাড়কে ফুলের বাগানে রূপান্তরিত করেছে।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাগুরা শহরের পৌর গোরস্থান এলাকায় একটি ময়লা ভাগাড়ে পলিথিন অপসারণ করে তারা। পরে সেখানে ফুলের চারা রোপন করে সংস্থার কমীর্রা।
মহান বিজয় দিবস উপলক্ষে ৬৪ জেলায় ৮ নভেম্বর শুক্রবার জেলা প্রতি অন্তত একটি বর্জে্যর ভাগাড়কে ফুলের বাগানে রূপান্তর করার এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে সংস্থার কমীর্রা জানান। যার অংশ হিসেবে মাগুরায় তারা এ কার্যক্রম চালিয়েছে।
বিডি ক্লিন সেচ্ছাসেবী সংস্থার মাগুরা জেলার প্রধান সমন্বয়কারী আছাদুজ্জামান আছাদ বলেন, ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতার এই মাটি নোংরা ও অপরিচ্ছন্ন রাখতে চাই না।
মাটি বিভিন্ন উপায়ে দূষিত হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধির ফলে মাটি দূষিত হচ্ছে। প্লাস্টিক দূষণ থেকে রক্ষা পেতে বিডি ক্লিন ২০১৬ সাল থেকে কাজ করে শুরু করে সারা বাংলাদেশে পরিচ্ছন্নতার একটি বার্তা নিয়ে। আমরা একটি পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।
সেই লক্ষ্যে সারা বাংলাদেশের সব জেলায় বিডি ক্লিন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। প্রতি জেলায় শুক্রবার অন্তত একটি অবর্জনার ভাগাড় পরিস্কার করে সেখানে একটি ফুলের বাগান তৈরি করেছে বিডি ক্লিন সেচ্ছাসেবীর সংস্থার সদস্যরা।