সমাজের কথা ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে গর্ত খুঁড়ে এক নারী ও দুই শিশুসহ ৩ জনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাকচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
তিনি বলেন, ‘বিকেলে শিয়াল একটি শিশুর মরদেহ গর্ত থেকে টেনে বের করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে গর্ত খুঁড়ে এক নারী ও আরও এক শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। শিশু দুটির বয়স যথাক্রমে তিন ও ছয় বছর।’
ওসি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে নিহতরা এই এলাকার না। অন্য কোথাও তাদের হত্যার পর মরদেহ এখানে এনে পুঁতে রাখা হয়। নিহতদের নাম পরিচয় শনাক্তসহ হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।’