নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর (যশোর) : যশোর—৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী জাতীয় সংসদ অধিবেশনে তৃতীয় বারের বক্তব্যে বলেছেন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। হাসপাতালটিতে গত ১২ বছর পূর্বে ৩০ শয্যা দিয়ে চলছিল হাসপাতালটির কার্যক্রম।
বর্তমানে সেটি ৫০ শয্যা বিশিষ্ট উন্নীত করা হলেও বহুবিধ সমস্যায় জর্জরিত। ১৭টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৬ লক্ষাধিক জনগণের চিকিৎসা সেবার জন্য একটি মাত্র সরকারি হাসপতাল এটি। কিন্তু দুঃখের বিষয় হাসপাতালটিতে একটি মাত্র এ্যাম্বুলেন্স রয়েছে। যা দিয়ে রোগী বহন করা খুবই দুরূহ ব্যাপার।
<<আরও পড়তে পারেন>> পারিবারিক পুষ্টি বাগানের বীজ সার বিতরণ
রোববার রাতে মহান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিনের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, ১৯৬৪ সাল থেকে হাসপাতালটি জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা।
হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও ডাক্তার, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট, পরিচ্ছন্ন কমীর্ ও ওয়ার্ডবয় পূর্বের ৩০ শয্যায় বিশিষ্ট হাসপাতালের জনবলে রয়েছে। জনবসতির তুলনায় হাসপাতালের রোগীদের বেডের সংকুলান মেটাতে এটি ১০০ শয্যায় উন্নীত ও আরও একটি এ্যাম্বুলেন্স এবং জনবল বাড়ানো খুবই প্রয়োজন।