২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
মণিরামপুরে শেখ রাসেল মিনিস্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন
মণিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোতাহার হোসেন, মণিরামপুর : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বাংলাদেশকে বিশ^ দরবারে রোল মডেল করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। তিনি দেশের সকল খাতে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। যা আমাদের সকলের মাঝে এখন দৃশ্যমান। সরকার বেকার সমস্যা সমাধানে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। উপজেলা পর্যায়ে বেকার যুবকদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়া বর্তমান তরুণ প্রজন্মের কথা চিন্তা করে, তাদের খেলাধূলার মান আরো উন্নত করতে কেবল শহর কেন্দ্রীক নয়, উপজেলা পর্যায়েও স্টেডিয়াম করা হচ্ছে। যার আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৮৬টি স্টেডিয়াম নির্মাণ করতে সাড়ে ১৬শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যাতে করে উপজেলাভিত্তিক খেলার মান আরো উন্নত হয়।
মঙ্গলবার মণিরামপুর উপজেলা পরিষদের বটতলা চত্বরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় তিনি বলেন, বর্তমান সরকারই উন্নয়নের সরকার। শেখ হাসিনার হাত দিয়েই এদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যা অব্যাহত রয়েছে। আজ আমরা গর্বিত বাঙালি জাতি হিসেবে পরিচয় দিতে পারি।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ আহসান রাসেল এমপি আরও বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর এদেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু থেকে শুরু করে এমন কোন ক্ষেত্র নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি বলেন, এই স্টেডিয়াম নয়, যশোরের স্টেডিয়ামকেও আধুনিকায়ন করতে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশ আরো এগিয়ে যাওয়া সম্ভব ছিলো, মহামারি করোনা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ^কে গতিহীন করে ফেলেছে।

যে কারণে শুধু আমার দেশেই দ্রব্যমূল্যবৃদ্ধি হয়নি। ইউরোপের মতো দেশগুলোও আজ অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়েছে। এছাড়াও ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ অর্থনীতিকে আরো সংকটে ফেলেছে। তিনি আগামী নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার চেষ্টা অব্যাহত রেখেছে। একারণেই আগামী নির্বাচনেও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকনুজ্জানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের অতিরিক্ত সচিব পরিমল সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, স্টেডিয়ামের প্রজেক্ট পরিচালক মাহবুর মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) আশেক সুজা মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, যুবলীগ নেতা স ম আলাউদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, জেলা পরিষদের মহিলা সদস্য তাসরিন সুলতানা শোভা, মণিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ বিএম রবিউল ইসলাম ফারুকী, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শেখর চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আইযুব আলী গাজী, আলমগীর কবির লিটন, আব্দুল আলিম জিন্নাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram