নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুরে মাটিবাহি ট্রাক দিয়ে রাস্তায় মাটি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে চারজনের কাছ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান চালকিডাঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাযায়, কয়েকমাস ধরে ভোর হতে রাত অবধি উপজেলার চারকিডাঙ্গা এলাকায় কতিপয় ব্যক্তি মাটি তুলে ট্রাক দিয়ে রাস্ত উপর দিয়ে চলাচল করে আসছিল। এতে করে রাস্তা দিয়ে জনসাধারনের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
এসময় রাস্তায় চলাচলে ভোগান্তি সৃষ্টির অপরাধে তপসীডাঙ্গা গ্রামের সহিদুল ইসলামের ছেলে নুরুজ্জামান, মফিজুর রহমানের ছেলে জনি, তেতুলতলা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে সাগর এবং যশোর সদর পুলেরহাট গ্রামের নজরুল ইসলামের ছেলে জনি, এদের প্রত্যেকের কাছ থেকে ৬ হাজার টাকা করে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে আদালত এই চারজনকে ভবিষ্যতে এ ধরনের কর্মকা- হতে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করেন। এসময় মণিরামপুর থানার একদল সদস্য ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।