মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার পাঁচাকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
উদয় শংকর উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক। স্থানীয় নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
পুলিশ ও এলাকাবাসী জানান, তিনি স্থানীয় বাজার থেকে সবজি কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাড়ির মোড়ে পেঁৗছুলে মোটরসাইকেল নিয়ে পড়ে যান। এসময় পরিহিত জামার ভিতর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। স্বজনসহ প্রতিবেশিরা ছুটে যান।
উপস্থিত অনেকেই প্রথমে ধারণা করেন মোটরসাইকেলের টায়ার ফেটে শব্দ হয়েছে। এ কারণে পড়ে গিয়ে জখম হওয়ায় রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষনিক গুরুতর আহত অবস্থায় খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত উদয় শংকরের কাকা সুজন বিশ্বাস জানান, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় টেকেরঘাট বাজারে সবজিসহ কিনতে যান। ফেরার পথে বাড়ির মোড়ে পেঁৗছুলে মোটরসাইকেল নিয়ে পড়ে যান।
এসময় অনেকেই ধারণা করেছিলেন মোটরসাইকেলের টায়ার ফেটে পড়ে গিয়ে তিনি জখম অথবা স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, উদয়কে গুলি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, উদয়কে পিছন দিক থেকে পাজরের নিচে গুলি করা হয়েছে।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত হয়েছেন। হত্যার কোন ক্লু উদঘাটন হয়নি। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।