নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর :
মণিরামপুরে আমেনা করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে হুইল চেয়ার বিরতণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ধলিগাতী মাদ্রাসা সংলগ্ন আমেনা করিম ফাউন্ডেশনের কার্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান এ হুইল চেয়ার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মিলন কুমার সিংহ, হাফেজ রোকনুজ্জামান, আশিকুর রহমান, লাউলী খাতুন, আব্দুর রহমান প্রমুখ।
জাকির হোসেন পান্নু জানান, এদিন পাড়দিয়া গ্রামের বিশেষ শারীরিক চাহিদা সম্পন্নদের সালেহা বেগম, সুমি খাতুন ও ধলিগাতী গ্রামের মোকচ্ছেদ আলীকে এ হুইল চেয়ার প্রদান করা হয়।