নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী। মঙ্গলবার বিকেলে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মণিরামপুর উপজেলা শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনবান্ধব নেত্রী। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প আর কিছুই নেই। প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়নের রোড মডেল। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে দেশ তথা এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সাবেক ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ।