নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর) : যশোরের মণিরামপুরে ৫টি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সন্ধ্যার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি ও রমেশ দেবনাথ স্বাক্ষরিত পৃথক ৫টি প্রেস বিজ্ঞতিতে কাশিমনগর, ঝাঁপা, শ্যামকুড়, মনোহরপুর এবং হরিদাসকাটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।
এর আগে ঘোষিত এই ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার কশিমনগর ইউনিয়নে আহবায়ক হয়েছেন কামরান হোসেন।
<< আরও পড়তে পারেন >> উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে : এমপি শাহীন চাকলাদার
এছাড়া ৪ ইউনিয়নে নবনির্বাচিতরা হলেন, ঝাঁপা ইউনিয়নে সভাপতি দেব কুমার দাস, সাধারণ সম্পাদক জি এম করিম হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক দেব প্রসাদ বিজয়, শ্যামকুড় ইউনিয়নে সভাপতি আশিকুর ইনাম রাকিব, সাধারণ সম্পাদক ইরান হোসেন রনি, মনোহরপুর ইউনিয়নে সভপতি ইমরান হোসেন, সাধারণ সম্পদক মেহেদী হাসান এবং হরিদাসকাটি ইউনিয়নে সভপাতি জুয়েল হাসান সম্পাদক রাকিব হাসান ইমন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি বলেন, সামনে জাতীয় নির্বাচনকে গতীশিল ও সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে কমিটি দিয়েছেন তারা।