নিজস্ব প্রতিবেদক : মণিরামপুরের খোজালীপুর গ্রামের মামুন গাজী হত্যা মামলার সম্পুরক চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইয়ের) পরিদর্শক শেখ মোনায়েম কবির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো, খোজালীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ, আনার গাজীর ছেলে আক্তারুল ইসলাম, মাহমুদের ছেলে লাভলু, মিজানুর রহমানের ছেলে আলতাফ হোসেন, মোশারেফ হোসেনের ছেলে ফারুক হোসেন, মনু দফাদারের ছেলে জসিম, ইউসুফের ছেলে সোহাগ, দ্বীন আলীর ছেলে ইসরাইল, মিন্টু, জাহাতাবের ছেলে আখের আলী, বক্কারের ছেলে ইজ্জত আলী, সানাউল্লাহর ছেলে আনিছুর রহমান ও বজলুর রহমানের ছেলে বেনজীর গাজী।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে মামুনকে মোবাইল ফোনে ডেকে আনে আসামি জসিম। এসময় তাকে পিটিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়। পরদিন মণিরামপুর উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে তিনি মারা যান। এই ঘটনায় তার পিতা মশিয়ার রহমান ১২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৭/৮জনের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন। পুলিশ পরিদর্শক দিপক কুমারদত্ত তদন্ত শেষে ওই ১৩জনকে অভিযুক্ত করে আদালতৈ চার্জশিট দিয়েছেন।