নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, মণিরামপুরবাসির জন্য আমি আমার জীবন উৎসর্গ করছি। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি এলাকার মানুষের জন্য কাজ করবো।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছেছে। বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাশীল ও উন্নত রাষ্টে্র পরিণত এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার এলকায় যেখানে যেটা প্রয়োজ আমি সেটা করবো। শুক্রবার সন্ধ্যায় খানপুর ইউনিয়ন পরিষদ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
<<আরও পড়তে পারেন>> বঙ্গবন্ধু’র আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : শাহীন চাকলাদার এমপি
খানপুর ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি সৈয়দ লিয়াকত আলী। এসময় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে এ এলাকার জনসাধারণ আমাকে বিপুল ভোট প্রদান করে এমপি নির্বাচিত করেছেন। যার জন্য আমি আজ এখানে আসতে পেরেছি।
আমরা আমাকে ভালোবাসা দিয়ে বিজয়ী করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এ এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজগুলো দ্রুত বাস্তবায়নে আমি যথাসাধ্য চেষ্টা করবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি মহান সংসদে আমার এলাকার সমস্যার কথা তুলে ধরেছি। পর্যায়ক্রমে সকল সমস্যা নিয়ে আমি সেখানে কথা বলবো। এসময় তিনি জনসাধারনের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলে আমার ফোন নম্বর রাখবেন। যখন যার যেকোন বিষয়ে প্রয়োজন হলে আমাকে কল করবেন। যদি আমি ব্যস্ততার কারণে রিসিভ করতে না পারি আমাকে ম্যাসেজ দিয়ে সমস্যার কথা জানাবেন। আমি আপনাদের কলে সাড়া দেবো।
খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলু, তরুণ আ’লীগ নেতা সন্দীপ ঘোষ, কাজী টিটো, উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, আওয়ামী লীগ নেতা মিলন ঘোষাল, শুকুর আলী, হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাবেক যুন্ম—আহবায়ক ফজলুর রহমান, উপজলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রকি, খানপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেন, আমিনুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।