নিজস্ব প্রতিবেদক : ভ্রুণ হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী। গতকাল বৃহস্পতিবার যশোর শহরের বেজপাড়া পূজার মাঠ এলাকার অনিমেষ মজুমদারের মেয়ে নওমুসলিম জান্নাতুল ফেরদৌস নিশা এই মামলা করেছেন।
বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, বাদীর আইনজীবী তাহমিদ আকাশ।
আসামিরা হলেন, নিশার স্বামী শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের আনিছুর রহমানের ছেলে মিনহাজুল আবেদিন ও মিনহাজুলের মা মালেকা খাতুন।
বাদী মামলায় উল্লেখ করেছেন, মিনহাজুল আবেদিন ভালবেসে বিয়ে করবেন বলে জান্নাতুল ফেরদৌস নিশা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ২০২২ সালের ১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণের পরে মিনহাজুল আবেদিন নওমুসলিম নিশাকে বিয়ে করেন। এরপর থেকে নিশা স্বামীর বাড়িতে থেকেই সংসার করে আসছিলেন। এরই মধ্যে নিশা অন্তসত্ত্বা হন। এতে অসন্তুষ্ট হয়ে তার শাশুড়ি ওই সন্তান নষ্টের জন্য ছেলে মিনহাজকে নির্দেশ দেন।
২০২৩ সালের ৫ জানুয়ারি মায়ের কথামত ফার্মেসি থেকে ওষুধ এনে সন্তান নষ্টের জন্য স্ত্রী নিশাকে জোর করে খাওয়ানো হয়। অসুস্থ হয়ে পড়লে ৭ জানুয়ারি নিশাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন হাসপাতালে পরীক্ষা শেষে নিশা জানতে পারেন তার গর্ভে তিন মাসের সন্তান ছিল। হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে আদালতে এই মামলা করেছেন তিনি।