সমাজের কথা ডেস্ক : ১২০ বছর আগে হারিয়ে যাওয়া এক জাহাজ ভেসে এসেছে অস্ট্রেলীয় উপকূলে। ১৯০৪ সালে ৩২ জন ক্রু নিয়ে হারিয়ে গিয়েছিল এসএস নেমেসিস নামে জাহাজটি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সেসময় মেলবোর্নে কয়লা নিয়ে যাচ্ছিল জাহাজটি। তীব্র এক ঝড়ে পরে ৩২ ক্রুসহ জাহাজটি হারিয়ে যায়। কয়েক সপ্তাহ পর ক্রুদের মরদেহ ও জাহাজের ধ্বংসাবশে ভেসে আসে। তবে মূল জাহাজটির খোঁজ মেলেনি।
অবশেষে ২৪০ ফুট দীর্ঘ জাহাজটির খোঁজ মিলেছে। সমুদ্রপৃষ্ঠের ৫২৫ ফিট গভীরে এর খোঁজ পায় সাবসি প্রফেশনাল মেরিন সার্ভিস। প্রতিষ্ঠানটি সাগরে পড়ে যাওয়া কার্গোর খোঁজ করে থাকে, সেটি হঠাৎ করেইজাহাজটির খোঁজ পায়। তাদের দাবি, প্রায় অক্ষত অবস্থায় তারা জাহাজটি উদ্ধার করে।
উদ্ধারের সময় ওই সময় তারা ধারণা করেছিল এটি ১২০ বছর আগে হারিয়ে যাওয়া এসএস নেমেসিস হবে। তবে তারা নিশ্চিত করে এটি জানায়নি। পরবর্তীতে অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান এজেন্সি পানির নিচের ছবি তুলে নিশ্চিত হয় এটি এসএস নেমেসিস জাহাজই।"