ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা মেরিট একাডেমিক কেয়ার’র উদ্যোগে শুক্রবার মেরিট একাডেমিক কেয়ার’র কার্যলয়ে এসএসসি’২৩ পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিট একাডেমিক কেয়ারের নির্বাহী পরিচালক মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।
বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা প্রেসক্লাব সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা পৌরসভা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান হোসেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান মন্ডল, ভেড়ামারায় মেরিট একাডেমিক কেয়ার এর শিক্ষক মহিদুল ইসলাম, শাহরিয়ার আহম্মেদ রাজিব, নাহিদ হাসান মুন্না, ছাত্রী স্বপ্না সুলতানা,নাদিয়া সুলতানা,নুসরাত জাহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাবুল হোসেন ও সজীব আব্বাস সাবিত।