সমাজের কথা ডেস্ক : মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দেওয়া হচ্ছে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি। শিগগির দুটি অঙ্গসংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনা হবে। এতে ছাত্রদলের সাবেক নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। নেতৃত্ব চূড়ান্ত করতে ইতোমধ্যে ত্যাগী ও পরীক্ষিত সাবেক ছাত্রনেতাদের একটি তালিকা বিএনপির হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ব্যর্থ নেতৃত্বের বিরুদ্ধে সাংগঠনিক অ্যাকশন শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসেবে গত ১ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি দেওয়া হয়েছে। কারণ, সংগঠনটির শীর্ষ নেতৃত্ব আন্দোলনের মাঠে হাইকমান্ডের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
<<আরও পড়তে পারেন>> বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী জানান, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে রাজধানী ঢাকায় আন্দোলন জমাতে পারেনি বিএনপি। লাগাতার হরতাল—অবরোধে মাঠে দেখা যায়নি দুই মহানগর বিএনপির শীর্ষ নেতাদের। অনেক নেতাকর্মী কারাবন্দি থাকলেও যেসব নেতা বাইরে ছিলেন, তারাও মাঠে নামেননি। বরং আত্মগোপনে চলে যান। এ ক্ষেত্রে তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখলেও, কেন্দ্রীয় অনেক নেতাকে মাঠে দেখা যায়নি। আন্দোলনের মাঠে বিএনপির গুরুত্বপূর্ণ দুই অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলও প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। সে কারণে ভেঙে দেওয়া হচ্ছে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি।