সমাজের কথা ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। ২ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয় প্রদেশের গোয়ালপারার ২৪ কিলোমিটার দক্ষিণে।
<< আরও পড়ুন >> গুগল দেবে ভূমিকম্পের সতর্কতা
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে উঠেছিল ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে।