২০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ভুটানের লিগে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের
ভুটানের লিগে ২৮-০ গোলের অবিশ্বাস্য জয় সাবিনা-মনিকাদের

ক্রীড়া ডেস্ক : ভুটানের উইমেন্স লিগে চমক দেখালেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমারা। গোলবন্যা বইয়ে দিলেন তারা। এই দুজনের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন মাতসুশিমা সুমাইয়াও। স্যামতসেকে উড়িয়ে দিলেন তারা।
ভুটানের উইমেন’স লিগে আজ সাবিনাদের পারো এফসি জিতেছে ২৮-০ ব্যবধানে! যেখানে বাংলাদেশের সাবিনা ৯ গোল, মনিকা ৭ গোল, সুমাইয়া ৫ গোল এবং ঋতুপর্ণা ৪ গোল করেছেন। অর্থাৎ তাদের পা থেকেই এসেছে ২৫ গোল।

ম্যাচের অষ্টম মিনিট থেকে শুরু। সতীর্থের থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন সাবিনা। ২৬তম মিনিটে দ্বিতীয়বার স্যামতসের জালে বল পাঠান তিনি। আর ৩১তম মিনিটে পূর্ণ করে নেন হ্যাটট্রিক। বিরতির পর ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন ৬৩তম মিনিটে। পরে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান সাফজয়ী এই অধিনায়ক।

আর মনিকা নিজের গোলের খাতা খোলেন ১৯তম মিনিটে। এরপর ২৮ ও ৩৮তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন । দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করার পর ৭৩তম মিনিটে ডাবল হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশি এই মিডফিল্ডার। পরে জালের দেখা পান আরও একবার।

৩৬তম মিনিটে গোল দেওয়া শুরু করেন মাতসুশিমা সুমাইয়া। এরপর ৩৮ ও ৫২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পরে করেন আরও দুই গোল। ঋতুপর্ণা গোল দেওয়া শুরু করেন বিরতির পর। ৫৩তম মিনিটে প্রথম গোল দিয়ে ৬৪তম মিনিটে দ্বিতীয় গোল করেন। ৭৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণের পর ৮১তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram