সমাজের কথা ডেস্ক : ৫ অক্টোবর ভারতে ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ইংলিশরা বড় সংগ্রহের আভাস দিলেও ২৮২ রানের বেশি করতে পারেনি। তবে ৩০০ রানের গণ্ডি পার না করতে পারলেও একটি বিশ্বরেকর্ড গড়েছেন জস বাটলাররা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন দুই ইংল্যান্ডের ১১ ব্যাটারই দুই অংকের রানের দেখা পেয়েছেন। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম। ৫০ ওভারের ক্রিকেটে এর আগে কোনো দলই এমনটি করে দেখাতে পারেনি।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ইংল্যান্ড। ৭.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলে তারা। অবশেষে দাউদ মালানকে ব্যক্তিগত ১৪ রানে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন ম্যাট হেনরি। তবে আরেক ওপেনার জনি বেয়ারস্টো জো রুটের সঙ্গে আরেকটি জুটির চেষ্টা করলেও সেটা বড় হয়নি। মিচেল স্যান্টনারের বলে ড্যারেল মিচেলের কাছে ৩৩ রানে ক্যাচ দেন তিনি।
এরপর হেনরি ও স্পিনারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। তবে একপাশ আগলে রেখে ব্যাট করে যান সাবেক অধিনায়ক রুট। অবশেষে ৪২তম ওভারে অতি আত্মবিশ্বাসের কারণে মাঠ ছাড়েন এই ডানহাতি। গ্লেন ফিলিপসের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন। ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি করে ৭৭ রানে ফেরেন। তিনি ৮৬ বলে ৪টি চার ও একটি ছক্কা হাঁকান।
দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ বলে ৪৩ রান করেন অধিনায়ক জস বাটলার। হ্যারি ব্রুক ২৫ ও লিয়াম লিভিংস্টোন ২০ রান করেন। এছাড়া মঈন আলী ১১, স্যাম কারান ১৪, আদিল রশিদ ১৫, মার্ক উড ১৩, ক্রিস ওকস করেন ১১ রান। অর্থাৎ সব ব্যাটারই দুই অংকের রানের দেখা পান।