সমাজের কথা ডেস্ক : ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড—নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
সাধারণত বিশ্বকাপের মতো বড় ইভেন্টে থাকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ইন্ডিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো হবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরিবর্তে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘ক্যাপ্টেন্স ডে’ নামে পোশাকি ইভেন্ট করা হয়। ১০ দলের অধিনায়ক আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স ও ছবি তোলার আনুষ্ঠানিকতায় অংশ নেন।
<< আরও পড়ুন >> ভারত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচি
এর আগে বলা হচ্ছিল, রণবীর সিং, তামান্না ভাটিয়া, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, অরিজিৎ দের নিয়ে ধুমধড়ক্কা উদ্বোধন হবে। উদ্বোধন অনুষ্ঠান না হওয়ার বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ডের দাবি— পাঁচ অক্টোবর থেকে খেলা শুরু, তাই আগের দিন উদ্বোধন অনুষ্ঠান সম্ভব নয়। তাছাড়া দুপুরে উদ্বোধনী করলে লেজারলাইটের আলো দেখা যাবে না।
৪ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে অধিনায়কদের মিটিং হয়। সেখানে কুশলাদি বিনিময় করেছেন সাকিব আল হাসান—জস বাটলার, রোহিত শর্মারা। এরপর চলে প্রথম ম্যাচের সংবাদ সম্মেলন আর ফটোসেশন।