সমাজের কথা ডেস্ক : ১৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৩৬ রানেই ৯ উইকেট ছিলনা বাংলাদেশের। তখন উইকেটে ব্যাটার বলতে ছিলেন ১১ নম্বরে নামা মুস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ। তখন মিরপুরের পরিপূর্ণ গ্যালা্মেতে ছিল নিস্তব্দতা। জয়ের আশা একদম ছেড়েই দিয়েছিলেন দর্শকদের অনেকেই। ম্যাচের এমন এক পরিস্থিতিতে মিরাজ অবতীর্ণ হন নায়কের ভূমিকায় । খেলেন ৩৯ রানের চোখ ধাঁধানো ইনিংস। আর তাতেই রোহিত-কোহলিদের হতাশায় ডুবিয়ে নাটকীয় জয় পেয়ে যায় বাংলাদেশ।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে রোববার ভারতের হাতের মুঠোয় থাকা ম্যাচ ছিনিয়ে নেয় বাংলাদেশ। মিরাজের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচে এক উইকেটে জিতেছে লিটন দাসের দল।