স্পোর্টস ডেস্ক : চলতি মাসে ঘরের মাঠে বাংলাদেশকে আতিথ্য দেবে ভারত। দুই ম্যাচের টেস্টের সিরিজের প্রথমটির জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ভারতীয় কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক টিম ইন্ডিয়া। টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে ভারত।
বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দলে পাওয়ার পাশাপাশি চোট কাটিয়ে ফেরা রিশভ পন্তকেও পাচ্ছে তারা। সবমিলিয়ে নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল।
আসন্ন সিরিজে ফেবারিট হিসেবে মাঠে নামবে ভারত। তবে পাকিস্তানকে ধবলধোলাই করা বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকবে স্বাগতিকরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল বিবেচনায় প্রতিটি টেস্টই এখন গুরুত্বপূর্ণ।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে আসন্ন সিরিজে বাংলাদেশের তিন ক্রিকেটারকে ‘প্লেয়ার টু ওয়াচ’ তালিকায় রাখা হয়েছে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।