সমাজের কথা ডেস্ক : বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭৩ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ১১ অক্টোবর অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ব্যাট করতে নেমে হাশমতুল্লাহ শাহিদি ও আজমতুল্লাহ ওমরজাইয়ের অর্ধশতকে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেছে আফগানরা।
টস জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরুর আভাস দেন আফগানিস্তানের দুই ওপেনার। ধীর গতির আফগান ব্যাটিংয়ে প্রথম আঘাত আনে হার্দিক পান্ডিয়া। দলীয় ৩২ রানে ২৮ বলে ২২ রানে আউট হন ইব্রাহিম জাদরান। এরপর ক্রিজে আসেন রহমত শাহ। তাকে নিয়ে ইনিংস বড় আভাস দেন রহমানুল্লাহ গুরবাজ। তবে দলীয় ৬৩ রানে ২৮ বলে ২১ আউট হন তিনি।
তার আউটের পর দ্রুত আউট হন রহমত শাহ। ২২ বলে ১৬ রান করেন তিনি। এরপর ক্রিজে থাকা অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদিকে নিয়ে ১২১ রানের জুটি করেন আজমতুল্লাহ ওমরজাই। অর্ধশত পূরণ করেন আজমতুল্লাহ ওমরজাই। দলীয় ১৮৪ রানে ৬৯ বলে ৬২ রানে আউট হন তিনি।
এরপর ক্রিজে আসেন মোহাম্মদ নবী। তাকে নিয়ে ৪১ রানের জুটি করেন অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। দলীয় ২২৫ রানে ৮৮ বলে ৮০ রানে আউট হন হাশমতুল্লাহ শাহিদি। তার বিদায়ের পর দ্রুত ২ উইকেট হারায় আফগানিস্তান।
এরপর রশিদ খান ও মুজিব উর রহমান রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তবে দলীয় ২৬১ রানে ১২ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান রশিদ।
শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে আফগানিস্তান। ভারতের পক্ষে জসপ্রিত বুমরাহ ৪টি ও হার্দিক পান্ডিয়া নেন ২টি উইকেট।