নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ভাতুড়িয়া স্কুল মাঠে হামিম নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। আহত হামিম চাঁচড়া দাড়িপাড়ার সালাম ড্রাইভারের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত নয়টার দিকে। এঘটনায় কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
আহত হামিম জানায়, তিনি কারখানা শ্রমিক। কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এমন সময় ভাতুড়িয়া নারায়ণপুরের ইমন, লিখন, সজলসহ অজ্ঞাত আরও কয়েকজন তার উপর হামলা চালায়। হঠাৎ তার হাতে বুকে ছুরিকাঘাতের চেষ্টা করে। এসময় তিনি হাতদিয়ে ঠেকালে রক্তাক্ত জখম হয়। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা হুমকি দিয়ে সটকে পরে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে হামিমের বড় ভাই বলেন, এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, মুলত অভিযুক্তরা ওই এলাকার নুরু মহুরির লোকজন। হামিমের পরিবার শ্রমিক নেতা সেলিম রেজা পান্নুর অনুসারি এছাড়া পান্নুর এলাকায় বাড়ি হওয়ায় তার ভাইয়ের উপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, ওই ঘটনার পর চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।