নিজস্ব প্রতিবেদক : যশোরে ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের সদস্যরা। একই সাথে ইন্টার্ন নার্সদের পক্ষ থেকে হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপ—সেবা তত্ত্বাবধায়ক বরাবর স্মারকলিপি ও কর্মবিরতি পত্র প্রদান করেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল দশটায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের নেতৃবৃন্দ। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাবেন তারা জানিয়েছেন।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইন্টার্ন নার্স সুমা পারভীন, মনির হোসেন, মিজানুর রহমান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
ইন্টার্ন ডিপ্লোমা নার্সরা জানান, সারাদেশব্যাপী ৪৬টি সরকারি নার্সিং ইনস্টিটিউট একযোগে এ কর্মবিরতি পালন করছে। তারই অংশ হিসেবে আমারা একযোগে এই কর্মসূচি পালন করছি।
এদিকে শিক্ষার্থীরা স্মারকলিপি ও কর্মবিরতি পত্রে উল্লেখ করেছেন, যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারি থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স পাশ করে জেনারেল হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত রয়েছেন।
কিন্তু বিএসএমসি প্রদত্ত লগবুকের ১৪নং পৃষ্ঠায় আচরণবিধি এবং প্রবিধানের ১নং পয়েন্ট অনুযায়ী ইন্টার্ন ভাতা উল্লেখ থাকা সত্ত্বেও তারা কোনো ইন্টার্ন ভাতা পান না। এমনকি তাদের দাবি নিয়ে বিএসএমসি এবং ডিজিএনএম অফিসে আবেদন দিয়েও সমস্যার কোন সমাধান পাননি।
এ কারণে পাওনা আদায়ের দাবিতে মঙ্গলবার থেকে তারা কর্মবিরতি পালন করছেন।