যশোরের দুঃখ হিসাবে চিহ্নিত ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসনে সেচপ্রকল্প গ্রহণ করেছে সরকার। অভয়নগরের শ্রী নদীর উপর অবস্থিত ভবদহ স্লুইচগেটে পাম্প স্থাপন প্রকল্পে আপদকালীন ব্যবস্থা হিসেবে ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৪টি সেচযন্ত্র বসানো হয়েছে।
যা দিয়ে প্রতিদিন পানি নিঃস্কাশন করা হচ্ছে। এই পানি নিস্কাশনের ফলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি গোটা এলাকা বোরো আবাদের আওতায় আসবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।
সোমবার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনকল্পে এই পাম্প স্থাপন ও সেচপ্রকল্পের উদ্বোধন করা হয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে সোমবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ ২১ ভেন্ট স্লুইচ গেটে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি যৌথভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উভয় প্রতিমন্ত্রী এ প্রকল্পের ফলে ভবদহ অঞ্চলে বিরাজমান সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভবদহ সমস্যা বহু বছরের সমস্যা। এর আগে ১৯৬১, ১৯৮০, ২০০১ ও ২০১৩ সালে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু ভবদহপাড়ের মানুষের গ্রুপিংয়ের কারণে অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি। এ কথা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি নিজেই বলেন।
তবে শুধু গ্রুপিং নয়, ভবদহ সমস্যার সমাধান যে সঠিক পরিকল্পনার অভাবেও সমাধান হয়নি এ কথাও ঠিক। ভবদহ সমস্যার সমাধান করতে এ পর্যন্ত সরকারের কোষাগার থেকে বহু অর্থ বেরিয়ে গেছে । কিন্তু সমস্যার সমাধান হয়নি। তাই এই প্রকল্পও যেন আগেরগুলোর মত না হয়, তেমনটাই প্রত্যাশা করেন দুর্ভোগে থাকা ঐ এলাকার মানুষ। #