অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ব্যাংক থেকে তোলার পর কাপড়ের ব্যাগে রাখা টাকার বান্ডিল উধাও হয়ে গেছে! ১৮ অক্টোবর সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন নওয়াপাড়া দলিল লেখক সমিতির সদস্য রবিউল ইসলামের অফিসে এ ঘটনা ঘটে।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের নর্থবেঙ্গল এলাকার মৃত জহুর আলী শেখের ছেলে ভুক্তভোগী শুকুর আলী (৭৫) জানান, সকাল ১০ টার দিকে জনতা ব্যাংক নওয়াপাড়া বাজার শাখা থেকে জমি রেজিস্ট্রি বাবদ তিনি চার লাখ টাকা উত্তোলন করেন।
এক হাজার টাকার চারটি বান্ডিল কাপড়ের ব্যাগের ভেতরে রেখে তিনি দলিল লেখক রবিউল ইসলামের অফিসে যান। ১১ টার দিকে রবিউলকে তিনি ২৮ হাজার টাকা দেন। কিছু সময় পর টাকার ব্যাগ খুলে দেখেন এক হাজার টাকার দুইটি বান্ডিল (দুই লাখ টাকা) উধাও।
পরে বিষয়টি তিনি অভয়নগর থানা পুলিশকে জানান।
দলিল লেখক রবিউল ইসলাম জানান, সকাল ১১টার দিকে শুকুর আলী চাচা আমাকে ২৮ হাজার টাকা দেন। কিছু সময় পর তিনি বলেন তার ব্যাগ থেকে দুই লাখ টাকা চুরি হয়েছে। আমার অফিস থেকে টাকা চুরির প্রশ্নই আসে না। তবে ব্যাংক থেকে আমার অফিসের আসার পথিমধ্যে এ ঘটনা ঘটতে পারে।
নওয়াপাড়া দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সমিতির অন্তর্ভূক্ত ১০৫ জন দলিল লেখক রয়েছে। সমিতি চত্বরে কোনো দলিল লেখকের অফিস থেকে টাকা উধাও বা চুরির ঘটনা এই প্রথম।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে দলিল লেখক চত্বর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।