চিত্ত বিনোদনের জন্য মানুষ কত কিছুই না করছে। যান্ত্রিক যুগে বিলুপ্ত প্রায় বাহনে চড়ে ভ্রমণ নিশ্চয় আনন্দের। যশোর সদরের রূপদিয়া এলাকার একটি পরিবারের ব্যতিক্রমী এ ভ্রমণ শহরবাসীর নজরকাড়ে। অতীতকে ফিরে পেয়ে পুলকিত হয় অনেকে : ছবি - রতন সরকার