সমাজের কথা ডেস্ক : পশ্চিম—আফ্রিকার দেশ বেনিনের একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ৩৫ জনের প্রাণহানি হয়েছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার সীমান্তের কাছে সেমে—পডজি শহরে অবৈধ জ্বালানির গুদামে এ বিস্ফোরণ ঘটে। সেখানে, গাড়ি, মোটরবাইক ও ট্যাক্সিরা জ্বালানি নিতে আসে।
এক বিবৃতিতে প্রসিকিউটির আব্দউবাকি আদামবংগ্লে বলেছেন, আগুনে পুরো স্টোর পুড়ে গেছে এবং প্রাথমিকভাবে জানা গেছে ৩৫ মারা গেছে।
বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চোরাচালান জ্বালানির কারণে এই অগ্নিকাণ্ড। নাইজেরিয়ার সঙ্গে বেনিনের সীমান্তে জ্বালানি চোরাচালান দেশটিতে প্রায়শই ঘটে থাকে।