বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৪৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭জন মনোনয়ন জমা দিয়েছেন। রোববার প্রার্থীদের মনোনায়ন পত্র জমাদান শেষ হয়েছে। মেয়র পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে জমা দিয়েছেন বেনাপোলের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বিএনপি’র মফিজুর রহমান স্বজন ও বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জেল হোসেনের ছেলে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন উজ্জ্বল।
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন সেন বলেন, বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে রোববার ছিল মনোনায়নপত্র জমা দানের শেষদিন। বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে ৪ জন ৯ টি ওয়ার্ডে ৪৬ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনে ১৭ জনসহ ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এসব প্রার্থীদের প্রার্থিতা সোমবার যশোর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে যাচাই বাছাইয়ের পর ঘোষণা করা হবে। তিনি বলেন, গত ৩১ মে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেনাপোল পৌরসভার নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। সে মোতাবেক রোববার ১৮ জুন ছিল মনোনায়ন পত্র দাখিলের শেষ দিন। ১৯ জুন যাচাই বাছাই এবং ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।