বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার সামনে এ মহান বিজয় দিবস উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভ‚ইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় জনপ্রতিনিধি, পৌর এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।