আতাউর রহমান, বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তে ৪ কেজি ১০০ গ্রাম ওজনের ৩৫ সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকেলে বেনাপোল সীমান্তের রুদ্রপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শার্শা উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, ঢাকা থেকে প্রাইভেট কার যোগে সোনার চালান আসছে এমন সংবাদ পেয়ে সীমান্ত এলাকায় তল্লাশি চৌকি বসায় ২১ বিজিবির সদস্যরা। এ সময় একটি প্রাইভেটকার তল¬াশী করে ইঞ্জিনের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।
যার ওজন ৪ কেজি ৮৯ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।