নিজস্ব প্রতিবেদক : বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এরমধ্যে দু’জনকে ইয়াবা ও একজনকে গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোলের বালুন্ডা গ্রামের উত্তরপাড়ার হারুনার রশিদ, গাজীপুর গ্রামের পশ্চিমপাড়ার সামছুর রহমান ওরফে শম্পা, আক্তার হোসেন ওরফে বুনো আক্তার, সাদিপুর গ্রামের আস্তানাপাড়ার বল্টু, দৌলতপুর বিজিবি ক্যাম্পের পাশে বেল্লাল হোসেন, আনিচুর রহমান, সরবাংহুদা গ্রামের শামসুদ্দীন মোড়ল, গাতীপাড়ার ইনছান আলী, ভবেরবেড় গ্রামের মধ্যপাড়ার হনুফা বেগম, ময়েন উদ্দিন, ইমরান হোসেন, রহমত আলী, কাগমারী গ্রামের সন্তোষ কুমার, ছোট আঁচড়ার আব্দুল হাকিম, ভবেরবেড় গ্রামের আসলাম মোল্যা।
এছাড়া ২০ পিচ ইয়াবাসহ বড়আঁচড়া গ্রামের আবু বকর সিদ্দিক এবং ২৫০ গ্রাম গাঁজাসহ দক্ষিণ বারপোতা গ্রামের জাহিদ হাসানকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাদেরকে গত বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।