বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মো. নাসির উদ্দীন বিপুল ভোটে জয়লাভ করেছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ১৩ হাজার ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট। পরাজিত প্রার্থী সজনের সাথে নাসিরের ব্যবধান ৯ হাজার ৪৪০ ভোট।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। সকাল থেকে নারী ভোটারসহ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোট গ্রহণ শেষে বিকেলে গণনা শুরু হয়। ভোট গণনা শেষে যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে জানাগেছে, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, ১ নং আসনে(১,২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে) আনারস প্রতীকের জুলেখা বেগম, ২ নং আসনে (৪,৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে) চশমা প্রতীকের মোছা. মর্জিনা খাতুন মিম, ৩ নং আসনে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড নিয়ে) চশমা প্রতীকের কামরুন্নাহার আন্না নির্বাচিত হয়েছেন।
সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর ১ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের সুলতান আহমেদ বাবু, ২ নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকের শরীফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ডে ব্রিজ প্রতীকের কাজী শাহীনুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকের মো. আজিম উদ্দীন গাজী, ৬ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকের মো. আসাদুজ্জামান, ৭ নং ওয়ার্ডে ব্রিজ প্রতীকের মো. মজনুর রহমান, ৮ নং ওয়ার্ডে ব্রিজ প্রতীকের মো. হাসানুজ্জামান তাজিন ও ৯ নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকের মো. কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
সকাল থেকেই বেনাপোল পৌরসভায় স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন। এ সময় নারী-পুরুষ ভোটারদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন। দীর্ঘদিন পর পৌরসভায় ভোট হওয়ায় ভোটাররা আগ্রহ নিয়েই ভোট কেন্দ্রে এসেছিলেন বলে অনেকেই জানান। এদিকে প্রথমবারের মতো ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোট দিতে গিয়ে প্রথম অবস্থায় কিছু ভোটার বিলম্বের কারণে একটু বিরক্তি প্রকাশ করলেও নিজের ভোট নিজে দিতে পেরে খুবই খুশি হন। সবচেয়ে বেশি খুশি হন তরুণ ভোটাররা।
বেনাপোল পৌরসভায় ভোটগ্রহণকালে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কোনো প্রার্থীই ভোটগ্রহণের অনিয়মের অভিযোগ তোলেননি বলেও জানাগেছে। তবে দু’একটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী-সমর্থকদের মধ্যে সামান্য বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বেনাপোল পৌরসভার সর্বস্তরের মানুষ।
৯নং ওয়ার্ডের ভোটার শাহীন উদ্দীন জানান, ইভিএমে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি।
ভোট গণনা শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বেসরকারি ওই ফলাফল ঘোষণা করেন। বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১২ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫ হাজার ৪৪ জন ও নারী ভোটারের সংখ্যা ১৫হাজার ৩৪১ জন। তারমধ্যে ১৭ হাজার ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাপ্ত ভোটের মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৭৭। নির্বাচনে ৫৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।