সমাজের কথা ডেস্ক : দেশ-বিদেশের বাজারে চাহিদার ভিত্তিতে নিজেদের অবস্থান ধরে রাখা ও বেকারত্ব হ্রাস করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মপরিকল্পনার আওতায় ২০২৭ সাল পর্যন্ত ৫ বছরে ৮৬ লাখ ১৩ হাজার ৪ জনকে বিশেষ প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষি, হালকা প্রকৌশল, আনুষ্ঠানিক, আইসিটি, নির্মাণ, কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ, প্রাণিসম্পদ, পরিবহন, মৎস্য, বস্ত্র ও তৈরি পোশাক, অন্যান্য, ভ্রমণ ব্যবস্থা ও আতিথেয়তাসহ ১৮টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সুনামগঞ্জে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার অনুরোধ জানান।