নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় যশোরে শুরু হয়েছে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা ও একুশে বই মেলা। শুক্রবার বিকেলে শহরের টাউনহল ময়দানে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. শাহীনর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও আয়োজক কমিটির সদস্য সচিব ফরিদা ইয়াসমিন, নাসিব যশোরের সভাপতি সাকির আলী।
মেলায় মোট ৬৯টি স্টল রয়েছে। স্টলগুলোতে জেলার ঐতিহ্যবাহী থ্রি—পিস, শাড়ি, পাঞ্জাবি, শিশুদের ড্রেস, নকশীকাঁথা সহ বুটিক—বাটিকের হরেক রকম পণ্যের সমাহার রয়েছে মেলায়। এছারাও হস্তশিল্প, মৃৎশিল্প, খেলনা সামগ্রী, কাঠের শো—পিচ, জুয়েলারি, নকশি পিঠা, মধু, খেজুরগুড়—পাটালিসহ বিভিন্ন ধরণের দেশজ পণ্য এবং জেলা কারাগার কর্তৃক উৎপাদিত বাঁশ—বেত—তাঁত প্রভৃতি পণ্যের প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থাও রয়েছে। সেই সাথে চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ১০ মার্চ।