নিজস্ব প্রতিবেদক: ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবি আদায়ে যশোরসহ বিভিন্ন জেলায় সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি যশোর শাখা মঙ্গলবার সকাল ১১ টায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন, যশোর জেলা শাখার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ও যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হালিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তা বর্তমান সরকারের ভিশন—২০৪১ তথা স্মার্ট বাংলাদেশের স্বপ্নপূরণে একযোগে কাজ করে যাচ্ছেন। কিন্তু তারা তাদের ন্যায্য প্রাপ্য অধিকার ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও দীর্ঘ বছরেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি বরং আরো সংকুচিত করা হয়েছে।
শিক্ষায় জাতীয় লক্ষ্য অর্জনে উপজেলা, জেলা ও আঞ্চলিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ, শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য ৭ হাজার কর্মকর্তার পদোন্নতি প্রদান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের ১২ হাজার ৪৪৪টি পদ সৃজন, অধ্যাপক পদটি ৩য় গ্রেডে উন্নীত করাসহ বিভিন্ন দাবি জানান বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ। এসব দাবি পূরণ না হলে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি এবং ১০, ১১ ও ১২ অক্টোবর টানা ৩দিনের কর্মবিরতি পালন করা হবে বলে জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি যশোর জেলা শাখার সহ—সভাপতি ও যশোর সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাস, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এমএম কলেজ’র শিক্ষক পরিষদ’র সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এম এম কলেজ ইউনিট সম্পাদক নীতিশ চন্দ্র কর্মকার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহিলা কলেজ ইউনিট সম্পাদক প্রফেসর শাহ মো. ইকবাল হোসেন, যশোর এম এম কলেজ’র উপাধ্যক্ষ ড. আবু বকর সিদ্দিকী, যশোর সরকারি মহিলা কলেজ’র অধ্যাপক ইকবাল আনোয়ার এবং অধ্যাপক শামীম আখতার প্রমুখ।
নড়াইল প্রতিনিধি জানান, বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, নড়াইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ.ন.ম আরিফুল হক। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান সাহাবুদ্দিন, নড়াইল সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকবর আহমেদ, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ড. সায়েম আলী খান প্রমুখ।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মেহেরপুর জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল আমিন ধুমকেতুর নেতৃত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক খেজমত আলী মালিথা, সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, সরকারি অধ্যাপক মইনুল ইসলাম, সিরাজ উদ্দিন, নজির আহমেদ সিদ্দিকী প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে। ঝিনাইদহ প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঝিনাইদহ জেলা ইউনিটের সভাপতি সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, সহ—সভাপতি সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মাসুদ ইসলাম, সহযোগী অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, সহকারী অধ্যাপক আবু তাহের, কেন্দ্রীয় নেতা সহকারী অধ্যাপক ইমরান আলী।