২০২৩—২৪ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল কলেজে ১ম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৪ জানুয়ারি ২০২৪ বিসিএমসি হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা প্রকাশ করে কলেজের প্রথম দিনের আবেক, জানায় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের কথা।
বিসিএমসি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিএমসি রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান, বিটিসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. বুলবুল আহমেদ, বিটিসির টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী প্রদ্যুৎ মল্লিক, বিসিএমসির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফারুকুজ্জামান।
নতুন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন, কম্পিউটারের মেহেদী হাসান, ইলেকট্রিক্যালের ইসমাইল হোসেন, কম্পিউটারের নওরিন জাহান, ইলেকটিক্যালের শেখ গোলাম আহাদ, কম্পিউটারের আল আমিন হুসাইন পর্বত ও সালমান পারভেজ সাজিন, সিভিলের মো. ইনফাদ মোল্যা, সিজানুল ইসলাম, মুনিয়া আক্তার কাজল, মাজিদ ইমলাম ও সিকদার সিয়াম, টেক্সটাইলের ফারজানা আক্তার বর্ষা।—সংবাদ বিজ্ঞপ্তি