নিজস্ব প্রতিবেদক : যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ, বিশ্ব বসতি দিবস এবং জাতীয় উৎপাদনশীল দিবস পালিত হয়েছে। সোমবার যশোর কালেকটরেট ভবনে দিবসটি পালিত হয়।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের স্লোগান ছিল ‘শিশুর জন্য বিনিয়োগ করি ভবিষ্যতের বিশ্ব গড়ি।’ সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে আলোচনা সভা ও র্যালি বের হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।
আরও বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন আর রশীদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা মিলি, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, যশোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ। শিশুদের মধ্যে বক্তব্য দেন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী অথই মিত্র, যশোর কালেক্টারেট স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া জামান ফাল্গুনী, জেলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী রুদ্র রায়।
পরে একই স্থানে অনুষ্ঠিত হয় বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা। আলোচনা সভায় গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, গণপূর্ত অধিদপ্তর উপ—বিভাগীয় প্রকৌশলী ড. এস.এম হেলাল উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
দুপুরে কালেক্টরেট ভবনের সনেট সভাপক্ষে জাতীয় উৎপাদনশীল দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার— ক,সার্কেল জুয়েল ইমরান।
অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিসিকের এস্টেট অফিসার মেহেদী হাসান, এমইউসি ফুডের ম্যানেজিং ডাইরেক্টর শ্যামল দাস, প্রেস মালিক সমিতির সভাপতি সাব্বির মালিক বাবু, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম স্বপন, ফার্ণিচার মালিক সমিতির সভাপতি নাজমুল আলম, বেকারি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিবের সভাপতি সাকির আলী।