নিজস্ব প্রতিবেদক : যশোরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা, বৃক্ষ রোপণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
গতকাল সোমবার সকালে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
অনুষ্ঠানে ‘প্লাস্টিক দূষণের সমাধানে, সামিল হই সকলে’ এ স্লোগানকে সামনে রেখে যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ভৈরব নদকে প্লাস্টিক বা পলিথিন মুক্ত করার কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন এবং সিভিল সার্জন অফিসের ডা. রেহনেওয়াজ। পরিবেশ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন, যশোর সরকারি এমএম কলেজের ভূগোল এবং পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক নীতিশ চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য দেন জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নুর আলম। অনুষ্ঠান শেষে দূষণমুক্ত পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খুলনা প্রতিনিধি জানান,‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার খুলনায় বিশ^ পরিবেশ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্লা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত শর্মা ও সিভিল সার্জন অফিসের ডা. সাদিয়া মনোয়ারা উষা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. ইউসুপ আলী। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালমা বেগম। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি জানান, সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের এল.ডি.আর.আর প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে শহরে র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাাসক মো. ফকরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুুল হক চৌধুরী।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম,পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় প্রমুখ।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় নারীদের মাঝে বিভিন্ন প্রজাতীর ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও গাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের চত্বরে যেয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, সামাজিক বন বিভাগ সাতক্ষীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল¬াহ, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. জয়ন্ত সরকার প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি জানান, বাগেরহাটের কচুয়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে র্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়। পরে কচুয়া উপজেলা তন্ময় মিলনায়তন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম।
শালিখা প্রতিনিধি জানান, মাগুরার শালিখাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার সকালে শোভাযাত্রা ও আলোচনাসভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.কামাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন, ত্রাণ কর্মকর্তা রাজিবুল ইসলাম প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে পৃথক আয়োজনে শালিখা উপজেলাসহ মাগুরা সদর, শ্রীপুর ও মহম্মদপুরে তালগাছ রোপণ করেন মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ। সোমবার তিনি শালিখার জুনারী দক্ষিণ পাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে একটি তালগাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তহমিনা মিতু , পিআইও মো. রাজিবুল ইসলাম,আড়পাড়া ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা মো. আব্দুল মতিন প্রমুখ। এ সময় জানানো হয়, প্রথম পর্যায়ে শালিখাতে ৫ শত তালগাছ রোপণ করা হবে। জেলার ৪ উপজেলাতে রোপণ করা হবে মোট ২হাজার ৫০০ তালগাছ।
কয়রা (খুলনা)প্রতিনিধি জানান, কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান হয়েছে। প্রতিবেশ অ্যাক্টিভিট প্রকল্পের সহযোগিতায় দাকোপ-কয়রা সহব্যবস্থপনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সকালে র্যালি শেষে কয়রা ছিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নেজামী।
এতে বক্তব্য রাখেন দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার মো. রিয়াছাদ আলী, কাশিয়াবাদ স্টেশন বন প্রহরী জাহাঙ্গীর হোসেন, প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সাইট অফিসার মো. আলাউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে লঞ্চঘাট সংলগ্ন বাজারে প্লাস্টিক বর্জ্য পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছায় র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর খুলনার উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক আইনাল হক, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের অভ্যন্তরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।