সমাজের কথা ডেস্ক : বলিউড বাদশাহ হিসেবে তিন দশক ধরে মুম্বাই সিনে জগতে রাজত্ব করছেন শাহরুখ খান। তার জনপ্রিয়তা ছড়িয়ে গেছে বিশ্বের বহু দেশে। বলা হয়, ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার চেয়ে বেশি জনপ্রিয়তা আর কেউই অর্জন করতে পারেননি বলেই ধরে নেয়া হয়। আরও একবার সেই কথাই প্রমাণ হলো। অভিনয়শিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান । সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন ‘এম্পায়ার’ সর্বকালের সেরা ৫০ জন অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেছে । সেখানে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন শাহরুখ খান। সেখানে তার নামের সঙ্গে তার কালজয়ী
কয়েকটি চরিত্র ও সিনেমার নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো: দেবদাস মুখার্জি (দেবদাস), রিজওয়ান খান (মাই নেম ইজ খান), রাহুল খান্না (কুছ কুছ হোতা হ্যায়) ও মোহন ভার্গব (স্বদেশ)।
শাহরুখ খান প্রসঙ্গে সেখানে বলা হয়েছে, ‘এই তারকা ৪ দশক ধরে কাজ করছেন। তার রয়েছে বিলিয়ন বিলিয়ন ভক্ত । প্রায় সব ধরণের সিনেমায় তিনি পারদর্শী, তিনি করতে পারেন না, এমন কন কাজ নেই।’
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তালিকা্তেও শাহরুখ খানের নাম রয়েছে প্রথম দিকেই ।