সমাজের কথা ডেস্ক : সৌদি আরবে খুলে দেওয়া হলো বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত নামাজের স্থান। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের হিসেব অনুযায়ী এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৫৮৪ ফুট উঁচু। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এটাই এখন সবচেয়ে উঁচুতে ঝুলন্ত কোনো প্রার্থনার স্থান। কাবা শরীফের পাশেই অবস্থিত জাবাল ওমর মক্কা হোটেলকে যুক্ত করা ঝুলন্ত ব্রিজের মধ্যে তৈরি করা হয়েছে নামাজের স্থানটি।
গালফ নিউজ জানায়, শুধু ইঞ্জিনিয়ারিং কীর্তিই নয়, স্থাপত্যকলার অনন্য নিদর্শন এই স্থান। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্থানটি তৈরিতে ৬৫০ টন স্টিল ব্রিজ তৈরি করা হয়েছে। ভবনের ৩৬,৩৭ ও ৩৮তম তলাকে যুক্ত করেছে এই নামাজের স্থান।
৫৫০ স্কয়ারমিটার আয়তনের এই স্থানে একসঙ্গে ৫২০ জন নামাজ পড়তে পারবেন। এতে ঐতিহ্যবাহী আরবীয় সংস্কৃতির সঙ্গে আধুনিক সময়ের ইতিহাসের সংমিশ্রণ ঘটানো হয়েছে। আরবীয় ক্যালিগ্রাফি দিয়ে সাজানো হয়েছে দেয়াল। এখান থেকে মুসল্লীরা কাবা শরীফের অনন্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন।