যুগ এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিত্য নতুন কোর্স বা বিভাগ চালু করা হচ্ছে। ছাত্র ছাত্রীদের কর্মসংস্থান সেই সঙ্গে দেশের অর্থনৈতিক সূচকসহ অন্যান্য সূচকগুলিকে পৃথিবীর উন্নত দেশগুলির সাথে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অধুনা বিশ্ববিদ্যালয়গুলিতে নিত্য নতুন কোর্স বা বিভাগ চালু করনের কাজটি অব্যাহত রয়েছে।
<<আরও পড়তে পারেন>> জলবায়ু সংকট উত্তরণে অর্থায়ন
এমনি একটি উদ্যোগের অংশ হিসাবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে Japanese Studies নামক একটি অনার্স কোর্স বা বিভাগ চালু করনের কথা বিশেষ ভাবে উল্লেখ করা যেতে পারে। শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, কর্মসংস্থান এইরূপ আরও বেশ কিছু কারণে জাপান আমাদের কাছে একটি গুরুত্বপূর্ন দেশ এবং সেই কারণে এই দেশ সম্পর্কে সম্যক ধারণা বা জ্ঞান অর্জনের বিষয়টিকে কোন ভাবেই খাটো করে দেখা যায় না।
কিন্তু সাথে সাথে এ কথা বল্লে নিশ্চয় অযৌক্তিক হবেনা যে, ব্যবসা, বাণিজ্য, সামরিক সংক্রান্ত, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা এইরূপ আরও বেশ কিছু কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। যে কারণে পৃথিবীর অনেক দেশেই AMERICAN STUDIES Subject টি ইতিমধ্যে চালু হয়েছে।
অতএব বিজ্ঞান ও প্রযুক্তি, পারমানবিক এবং অন্যান্য গবেষণা, ব্যবসা—বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এককথায় পৃথিবীর উন্নত দেশগুলির সাথে সমান তালে এগিয়ে যাওয়ার স্বার্থে সরকার, বিশ্ববিদ্যালয়গুলির কতৃর্পক্ষসহ সকল সংশ্লিষ্ট মহল বাংলাদেশে AMERICAN STUDIES কোর্স টি চালু করার দাবি জানাচ্ছি।
টিএমএইচ আলমগীর
বাগবাড়ী হাউজ, ঈদগাহ্ লেন, সূত্রাপুর, বগুড়া।
০১৭৪৬—৬৪৭৪২২