সমাজের কথা ডেস্ক : মালদ্বীপকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে বাংলাদেশ। বসুন্ধরার কিংস অ্যারেনায় সফরকারী দলটিকে ২—১ গোলে হারিয়ে জয় পায় বাংলাদেশ। গোল দুটি করেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
বিশ্বকাপের প্রাক—বাছাইপর্বের এই ম্যাচের শুরুর কয়েক মিনিটে মালদ্বীপ দাপট দেখালেও প্রথমে এগিয়ে যায় বাংলাদেশই। ১১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন রাকিব হোসেন। বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের দুর্দান্ত এক ক্রসে বল পেয়ে যান রাকিব।
বক্সের মধ্যে মালদ্বীপের আরও দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান রাকিব।
তবে প্রথমার্ধে বেশ দাপুটে ছিল মালদ্বীপ। অবশেষে ৩৬ মিনিটের মাথায় গোল শোধ করতে পারে দলটি। হামজা মোহাম্মদের কর্নার থেকে ফাঁকায় দাঁড়িয়ে থাকা আইসাম ইব্রাহিম হেড দিয়ে বল পাঠিয়ে দেন বাংলাদেশের জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যায় বাংলাদেশ। সাদ উদ্দিনের একটি ক্রসে শট নেন তারিক কাজী। গোলকিপার সেই শট ঠেকিয়ে দিলেও গ্লাভসে জমাতে পারেননি।
ফিরতি বলে গোল করে বাংলাদেশকে ২—১ গোলে এগিয়ে নেন ফাহিম। একসময় ১০ জনের দলে পরিণত হলেও এই ব্যবধান নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে বাংলাদেশ।